ওয়েব ডেস্ক: মৌনী অমাবস্যার পুণ্যস্নান উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী মহাকুম্ভের (Mahakumbh 2025) ত্রিবেণী সঙ্গমে উপস্থিত হয়েছিলেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। এক পর্যায়ে অতিরিক্ত চাপে ব্যারিকেড ভেঙে পড়ে। বহু মানুষ একসঙ্গে পড়ে যান। সেই মুহূর্তে চারপাশে হুড়োহুড়ি শুরু হলে অনেকে মাটিতে চাপা পড়ে যান এবং পদপিষ্ট (Stampede) হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে বেশ কয়েকজনের মৃত্যুর খবর স্বীকার করেছে প্রশাসন।
দিল্লিতে একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কুম্ভমেলায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি বলেন, “মহাকুম্ভে যে দুঃখজনক ঘটনা ঘটেছে, তাতে যাঁরা আপনজনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”
আরও পড়ুন: ধূলিসাৎ মোদি-যোগীর স্বপ্নের কুম্ভ! বিরোধীদের নিশানায় কারা?
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ঘটনার পরপরই উচ্চপর্যায়ের জরুরি বৈঠক করেন। তিনি আহতদের চিকিৎসা ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য পুণ্যস্নান বন্ধ রাখা হয় এবং ত্রিবেণী সঙ্গমের আশপাশ খালি করে দেওয়া হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ফের স্নান শুরু হয়েছে বলে খবর।
মহাকুম্ভমেলার অন্যতম আকর্ষণ ‘শাহি স্নান’-এর সময় আকাশপথে ‘পুষ্পবৃষ্টি’ করার পরিকল্পনা আগেই করেছিল যোগী প্রশাসন। দুর্ঘটনার কারণে সাময়িকভাবে এই কার্যক্রম বন্ধ থাকলেও, পরিস্থিতি স্বাভাবিক হলে ফের হেলিকপ্টার থেকে ত্রিবেণী সঙ্গমে ফুলের পাপড়ি ছড়ানো হয়। দুর্ঘটনার পরপরই কুম্ভমেলায় কিছুক্ষণের জন্য আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হলেও, প্রশাসনের তৎপরতায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সবকিছু। ঘাটগুলোর নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেখুন আরও খবর: